এখন করোনার চিকিৎসা কেন্দ্র মহারাষ্ট্রে মসজিদই

এখন করোনার চিকিৎসা কেন্দ্র মহারাষ্ট্রে মসজিদই
MostPlay

ভারতে করোনা আক্রান্তের তালিকায় দেশে সবার ওপর মহারাষ্ট্র। সেই রাজ্যেরই ভিওয়াণ্ডিতে মৃত্যুর হার দেশে সর্বাধিক। ৫.‌৩ শতাংশ। জনবহুল এই জেলায় আবারও ১৫ দিনের লকডাউন ঘোষণা করেছে পৌর কর্তৃপক্ষ। তাতেও সংক্রমণ ঠেকানো যায়নি।

প্রায় কোনো হাসপাতালেই শয্যা নেই। রোগীর ভিড়। জরুরি পরিষেবা পর্যন্ত মিলছে না। এই পরিস্থিতেতে এগিয়ে এল জামাত-ই-ইসলামি হিন্দের স্থানীয় শাখা এবং শান্তিনগর ট্রাস্ট।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ১৮ জুন শহরের মক্কাহ্‌ মসজিদে কভিড রোগীদের চিকিৎসার জন্য অস্থায়ী কেন্দ্র গড়ে তোলে। যারা হাসপাতালে জায়গা পাবেন না, তাদের এখানে রাখা হবে। অবশ্যই সঙ্কটজনক নয়, এমন রোগী। মসজিদের হলে শয্যা এবং অক্সিজেনের ব্যবস্থা রাখা হয়েছে। সেসবের জন্য রোগীকে কোনো টাকা দিতে হবে না। সারা দিন ছ’‌জন স্বাস্থ্যকর্মী রোগীদের খেয়াল রাখেন। দিনে দু’‌জন চিকিৎসক এসে রোগীদের দেখে যান।

জামাত-ই-ইসলামির ভিওয়াণ্ডির সদস্য আওসাফ আহমেদ ফালাহি জানান, জেলার হাসপাতালগুলোর ওপর চাপ কমাতেই এই উদ্যোগ। স্বেচ্ছাসেবীরা রোগীদের বাড়ি বিনামূল্যে অক্সিজেন পৌঁছনোরও কাজ করছেন।

এদিকে লকডাউন শিথিলের পর ভারতে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। দেশটিতে শেষ ২৪ ঘণ্টায় এ যাবৎকালের সর্বোচ্চ ১৭ হাজার ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯০ হাজার ৪০১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় নতুন করে ৪০৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে করোনায় মোট মৃত্যু দাঁড়ালো ১৫ হাজার ৩০১ জনে।

মন্তব্যসমূহ (০)


Lost Password