বাংলাদেশে লকডাউনের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বাংলাদেশে লকডাউনের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
MostPlay

বাংলাদেশে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। আরও তিনজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। মৃত্যু হয়েছে দু’‌জনের। সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ জুড়ে লকডাউনের পক্ষে মত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আপাতত এই পথ ধরেই এগিয়ে যাওয়া উচিত বলে মনে করছে হু।

এই অবস্থায় বিভিন্ন দপ্তরে উপস্থিতির সংখ্যা কমতে শুরু করেছে। বন্ধ হচ্ছে হোটেল, রেস্তোরাঁ। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বাইরে যাচ্ছেন না। এই পরিস্থিতিতে বাংলাদেশকে লকডাউন করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও সেই প্রস্তাব খারিজ করেছে বাংলাদেশ সরকার। তথ্যমন্ত্রী হাছান মেহমুদ জানান, লকডাউনের মতো পরিস্থিতি হয়নি।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। তবে আক্রান্ত ২৭ জনের মধ্যে ৫ জন এখন সম্পূর্ণ সংক্রমণ মুক্ত।

মন্তব্যসমূহ (০)


Lost Password