হটস্পট রংপুর সিটি বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ

হটস্পট রংপুর সিটি বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ
MostPlay

করোনার হটস্পট বলে পরিচিত রংপুর সিটি বাজার। এই বাজারকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকানপাট। ৩০ বছর ধরে নগরীর প্রধান সড়কের জায়গা দখলসহ বিভিন্ন দোকানপাট তৈরী করে অবৈধ ভাবে ব্যবসা পরিচালনাকারী সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।  সোমবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রংপুর সিটি কর্পোরেশন, রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসন, রংপুর মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনী। 

অভিযানকালে সিটি বাজারের সামনে সকল প্রকার দোকান ও স্থাপনা, বর্ধিত বারান্দা, সিটি বাজারের প্রবেশমুখে বর্ধিত অংশসহ ভিতরের রাস্তার দুইপাশে বর্ধিত দখলকৃত অংশ উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করায় রংপুরের পথচারী, সিটি বাজারের ক্রেতা সাধারণ প্রশংসা করেছেন এবং অবৈধ দোকান যাতে আর বসতে না পারে সেজন্য সিটি কর্পোরেশনসহ প্রশাসনের প্রতি অনুরোধ জানান। পরে উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার এ কে তারিকুল ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, দীর্ঘ ৩০ বছর ধরে একটি অসাধু সিন্ডিকেট চক্র নগরীর প্রধান সড়কের অর্ধেক জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মান করেছিল। বিভিন্ন ধরনের দোকান পাট নির্মানসহ রাস্তা দখল করে নগরীর মানুষকে জিম্মি করে রাখায় নগরীতে সার্বক্ষনিক যানজট লেগেই ছিলো। এ ছাড়া সামাজিক দূরত্ব না মেনে দোকান পাট করে ব্যবসা করার কারণে সিটি বাজার করোনার হটস্পটে পরিণত হয়েছিলো। 
রংপুর মেট্রোপলিটান পুলিশের সহকারী কমিশনার ( কোতয়ালী জোন) জমির উদ্দিন বলেন, নগরীর প্রধান সড়ক দখল করে অবৈধ স্থাপনা আর বসতে দেয়া হবে না। 

জেলা প্রশাসক আসিব আহসান বলেন, রংপুর সিটি বাজার করোনার হটস্পটে পরিণত হয়েছিল। বাজারটিতে সামাজিক দূরত্বও কেউ মানছিল না। এখন থেকে কাঁচা বাজার এখানে বসতে দেয়া হবে না। তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাদের ব্যবসা করতে হবে। রসিক প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু বলেন, সিটি বাজারকে করোনার হটস্পট থেকে রক্ষা এবং নগরবাসীর চলাচল স্বাভাবিক রাখতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। 

মন্তব্যসমূহ (০)


Lost Password