ঢাকার ডাবল সেঞ্চুরি করোনায়

ঢাকার ডাবল সেঞ্চুরি করোনায়
MostPlay
করোনা আক্রান্তের সংখ্যায় ডাবল সেঞ্চুরি করলো ঢাকা। গত ২৪ ঘন্টায় দেশে ৯৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৭ জনই ঢাকার। এ নিয়ে ঢাকা মহানগরীতে করোনা আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়ালো। রাজধানীতে মোট করোনা শনাক্ত হলো ২৩৩ জনের দেহে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী দেখে নিন ঢাকায় কোথায় কত করোনা রোগী- মিরপুর ১- ১১ জন টোলারবাগ- ৮ জন উত্তর টোলারবাগ- ৬ জন মিরপুর ১১- ৬ জন মিরপুর ১০- ৩ জন মিরপুর ১২- ২ জন মিরপুর ১৩- ১ জন কাজীপাড়া- ১ জন উত্তরা- ১৬ জন ধানমণ্ডি- ১৩ জন বাসাবো- ১১ জন ওয়ারি- ১০ জন মোহাম্মদপুর- ৮ জন লালবাগ- ৮ জন গুলশান- ৬ জন যাত্রাবাড়ী- ৬ জন আজিমপুর- ৪ জন বংশাল- ৪ জন জিগাতলা- ৩ জন গ্রিনরোড- ৩ জন হাজারীবাগ- ৩ জন চকবাজার- - ৩ জন বাবু বাজার- ৩ জন সোয়ারি ঘাট- ৩ জন বেইলি রোড- ৩ জন দুইজন করে আছেন আগারগাঁও, শাহবাগ, হাতিরপুল, ইসলামপুর, লক্ষ্মীবাজার, পুরানা পল্টন, মগবাজার, শান্তিনগর, বাড্ডা, মহাখালী, তেজগাঁও, শাহ আলী বাগ ও পীরের বাগে। এছাড়া একজন করে আছেন আদাবর, বসিলা, সেন্ট্রাল রোড, বুয়েট এলাকা, উর্দুরোড, নারিন্দা, দয়াগঞ্জ, ধোলাইখাল, কোতোয়ালী, শনির আখড়া, মুগদা, রাজারবাগ, ইস্কাটন, রামপুরা, হাতিরঝিল, শাহজাহানপুর, নিকুঞ্জ, মানিকদি, আশকোনা, বেড়িবাঁধ, বনানী ও বেগুনবাড়িতে।

মন্তব্যসমূহ (০)


Lost Password