আজ থেকে সম্পূর্ণ লকডাউন যেসব এলাকা

আজ থেকে সম্পূর্ণ লকডাউন যেসব এলাকা
MostPlay

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন লকডাউন ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের মানচিত্র অনুযায়ী এ ইউনিয়নে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক। শুক্রবার (১২ জুন) শূন্য প্রহর থেকে এ লকডাউন কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নোয়াখালীর কয়েকটি জায়গায়ও কঠোর লকডাউন শুরু হয়েছে। নারায়ণগঞ্জ ও নোয়াখালীর পাশাপাশি নরসিংদীর কয়েকটি এলাকা আজ ভোর ৬টা থেকে সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। এই এলাকাগুলোর মধ্যে রয়েছে নরসিংদীর মাধবদির ৪ ও ৫ নং ওয়ার্ড। ১৪ দিনের জন্য এসব এলাকা লকডাউন করা হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন লকডাউন করা প্রসঙ্গে জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে গত মঙ্গলবার জেলা প্রশাসনের বৈঠক হয়। ওই বৈঠকে মানচিত্র দিয়ে দেখিয়ে দেয়া হয় রূপগঞ্জের সদর ইউনিয়নে সংক্রমণের হার বাড়ছে। করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য জেলা প্রশাসনের নির্দেশে রূপগঞ্জ উপজেলা প্রশাসন সদর ইউনিয়নকে লকডাউন করার সব ব্যবস্থা গ্রহণ করে।

জেলা প্রশাসক জসিম উদ্দিন আরো জানান, শুক্রবার শূন্য প্রহর (রাত ১২টা ১ মিনিট) থেকে আগামী ১৪ বা ২১ দিনের জন্য এ এলাকা লকডাউন করা হয়েছে। এ সময় পর্যন্ত এলাকার সব মানুষকে পর্যবেক্ষণ করা হবে। এ আদেশ অমান্য করলে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। জেলা প্রশাসক সদর ইউনিয়নের প্রতিটি মেম্বারকে এলাকায় মাইকিং করে বিষয়টি জানিয়ে দেয়ার জন্য নির্দেশ দেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জে সিভিল সার্জন জানান, লকডাউন চলাকালে কারো শরীরে করোনার উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য বিভাগ বা জেলা সিভিল সার্জনকে ফোনে জানালে ওই রোগীর বাড়িতে এসে নমুনা সংগ্রহ করা হবে।

উপজেলা স্বাস্থ্য অধিদফতরের সূত্র জানায়, রূপগঞ্জ সদর উপজেলায় ৭৫ জনের করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। তার মধ্যে একজন ইতোমধ্যে মারা গেছেন। বর্তমানে এখানে ৩২ জন আইসোলেশনে রয়েছেন। এই ইউনিয়নটিতে ৬০ হাজারের বেশি মানুষ বসবাস করে।

প্রসঙ্গত যে, সরকার পুরো দেশ লকডাউন করার বদলে জোনভিত্তিক লকডাউন করছে। এর মধ্যে শুরুতেই ঢাকার রাজাবাজার এলাকা পুরোপুরি লকডাউন করা হয়েছে। সেখান থেকে কাউকে বের হতে বা ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া করোনা আক্রান্তের সংখ্যা বিবেচনায় দেশের আরও কিছু এলাকা আংশিক লকডাউন করেছে সরকার।

মন্তব্যসমূহ (০)


Lost Password