পাঁচ বছরের শিশুর এক্সরে করে যা দেখা গেলো

পাঁচ বছরের শিশুর এক্সরে করে যা দেখা গেলো

২ মাস ধরে জানা সত্ত্বেও মা -বাবা হাত গুটিয়ে দিয়ে বসেছিলেন!

 পাঁচ বছরের মেয়ের পেটে ১৯০ ম্যাগনেটিক বল! একটা -দুটো নয়, খেলার সময় সে গিলে ফেলেছিল  একেবারে ১৯০ টি ছোট ছোট বল৷ চিকিৎসকরা বাচ্চাটির স্বাস্থ্য পরীক্ষার সময় চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন৷ শিশুটি অন্তত দু মাস আগে ওই বলগুলি গিলে ফেলেছিল৷ শিশুটির মা- বাবা তাকে নিয়ে ডাক্তারের কাছে গেলে এক্স রে করানোর সিদ্ধান্ত নেন ৷

এক্স রে স্ক্যানের রিপোর্ট দেখতে গিয়েই চক্ষু চড়কগাছ৷ পূর্ব চিনের শানডং প্রদেশের বাসিন্দা এরা৷ মেয়েকে চিকিৎসকের কাছে চেকআপে নিয়ে গিয়েছিলেন তার বাবা -মা৷ মা চিকিৎসকদের জানান তাঁর দস্যি মেয়ে প্রায় ৫০ টি ম্যাগনেটিক বল খেয়ে নিয়েছে৷ ছোটদের মধ্যে দারুণ জনপ্রিয় এইধরণের খেলনা৷ এর নাম Buckyballs৷

এদিকে মা-বাবা-র কথা শুনে আরও চমকে যান চিকিৎসক৷ একে তো দেড়শো বল কচি মেয়ের পেটে৷ মেয়ে যে সেটা ২ মাস আগেই গিলে ফেলেছে জানতেন তাঁরা! চিকিৎসককে তাঁরা জানিয়েছেন- ভেবেছিলাম বাচ্চার পটির মধ্যে দিয়ে ওই ছোট ছোট বল বেরিয়ে যাবে ৷ কিন্তু শেষে পেটে যন্ত্রণা বৃদ্ধি পাওয়ায় মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে আসতে বাধ্য হন তাঁরা৷

মন্তব্যসমূহ (০)


Lost Password