বিশ্বে শেষ পর্যন্ত বেঁচে থাকার জন্য হঠাৎ করে ধনিরা তৈরি করছেন বাংকার

বিশ্বে শেষ পর্যন্ত বেঁচে থাকার জন্য হঠাৎ করে ধনিরা তৈরি করছেন বাংকার

ভূমিকম্প হোক, আর পরমাণু হামলা- নূন্যতম ক্ষতি হবে না কারো। লাখো মানুষ একসঙ্গে থাকলে সামান্যও টের পাবে না শত্রুপক্ষ। বিস্ময়কর হলেও, বাংকারে থেকে এভাবেই নিজেকে নিরাপদে রাখা সম্ভব ভয়ংকর বিপদেও। বাংকার হলো একটি প্রতিরক্ষামূলক দুর্গ যা পতনশীল বোমা বা অন্যান্য আক্রমণ থেকে মানুষ এবং মূল্যবান সামগ্রীকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়। এগুলো মাটি থেকে অনেক মিটার গভীরে থাকে।

এর দেওয়াল এত মজবুত যা যে কোন দুর্যোগ সহ্য করতে পারে। এগুলো ইস্পাত, কংক্রিট খিলানের তৈরি। বিশ্বে শেষ পর্যন্ত বেঁচে থাকার জন্য কোটিপতিরা তৈরি করছেন বিলাসবহুল বাংকার। মহামারি এবং যেকোনো হামলা থেকে রক্ষা পেতে বেঁছে নেয়া হয়েছে মাটির নিচে এই বাংকারে থাকার সিদ্ধান্ত। ধনী ব্যক্তিরা এখন ভূগর্ভস্থ ডুমসডে বাংকারে চলে যাচ্ছেন, যা তাদের বাড়ির মতো বিলাসবহুল। সুরক্ষিত থাকার জন্যই বিশ্বের ধনীরা অনেক বিলাসবহুল বাংকার তৈরিতে বিনিয়োগও করছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password