হরতাল নিয়ে যা বললেন আজহারী

হরতাল নিয়ে যা বললেন আজহারী
MostPlay

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে পুলিশের সাথে সংঘর্ষে হেফাজতে ইসলামের ৫ কর্মী নিহতের প্রতিবাদে সারা দেশে চলছে হরতাল। মহাসড়কগুলোতে মাদরাসার ছাত্ররা অবরোধ করে বিক্ষোভ করছে। কোথাও কোথাও আগুন দিয়ে চলছে বিক্ষোভ।
দেশের এই পরিস্থিতিতে জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী তার ফেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন।

তিনি বলেন, দেশব্যাপী শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে। রাজপথ এবং মহাসড়কগুলো এখন দাড়িটুপি ওয়ালাদের নিয়ন্ত্রণে। তবে পুলিশ ভাইয়েরাও রাস্তায় দাঁড়িয়ে আছেন। তারা হুকুম পালন করছে। তারাও আমাদের ভাই। অনিচ্ছা থাকার পরেও শুধুমাত্র চাকরির জন্য তাদের কাজ করতে হয়।

আলহামদুলিল্লাহ.. দেশব্যাপী শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। রাজপথ আর মহাসড়কগুলো দাড়িটুপি ওয়ালাদের নিয়ন্ত্রনে।

সারাদিন পুলিশ ভাইয়েরাও আপনাদের পাশেই রাস্তায় দাড়িয়ে থাকবে। ওনারা জাস্ট হুকুম বাস্তবায়নকারী। ওনারাও আমাদের ভাই। চাকরির জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেক কাজ ওনাদের করতে হয়।

সারাদিন রাস্তায় যেহেতু একসাথেই কাটাবেন। এই সুযোগে ওনাদের কিছু দা’ওয়াহ দিন। ওনাদের সাথে কথা বলুন। ওনাদেরকে জানান— ইমান কি এবং কুফর কি? কি করলে কোনটা অর্জিত হয়? আর, কোনটা বিসর্জন হয়।

“আর আপনি তাদের উপদেশ দিতে থাকুন, নিশ্চই বিশ্বাসীরাই উপদেশে উপকৃত হয়”। [সূরা যারিয়াত, আয়াত: ৫৫]

মন্তব্যসমূহ (০)


Lost Password