যশোরে বিনামূল্যে নিত্যপণ্য বিতরণ বাজার আয়োজন উদীচীর

যশোরে বিনামূল্যে নিত্যপণ্য বিতরণ বাজার আয়োজন উদীচীর
MostPlay

যশোরে বিনামূল্যে নিত্যপণ্য বিতরণ বাজার আয়োজন উদীচীর

যশোরে বিনামূল্যে নিত্যপণ্য বিতরণ বাজার আয়োজন উদীচীর যশোরে সাধারণ নাগরিকের সাহায্যের্থে বিনামূল্যে নিত্যপণ্যের বাজার বসেছে। বাজারে চাল, ডাল, বেগুন, লাউ ও মাছের পসরা বিছিয়ে বসছেন বিক্রেতারা। এই বাজারে এসে যার যা প্রয়োজন সে সব পণ্য সংগ্রহ করেছেন ক্রেতাগণ।

তবে তাদের কাউকে মূল্য পরিশোধ করতে হয়নি বাজার শেষে। ব্যতিক্রমী এই আয়োজনটি করেছেন ‘উদীচী যশোর'। এই আয়োজন শুরু করে মঙ্গলবার (৩ আগস্ট ৩০২১) উদীচী প্রাঙ্গণে আয়োজিত বাজার থেকে অন্তত ১ সপ্তাহ জুড়ে চলবে এ পরিমাণ নিত্যপণ্য দেয়া হচ্ছে।

এই বাজার থেকে দেওয়া হচ্ছে দেড়শত পরিবারকে, ২ কেজি চাউল, ১ কেজি গোল আলু, ১ কেজি বেগুন, ১ কেজি কঁচুরমুখি, একটি করে লাউ ও ১ কেজি ওজনের

একটি পাঙ্গাশ মাছ প্রদান করা হয়। বাজার থেকে। এই সময় উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের উপদেষ্টা একরাম-উদ-দ্দৌলা ও অ্যাডভোকেট রবিউল আলম, অ্যাডভোকেট আবুল হোসেন এবং, উদীচী যশোরের সহ-সভাপতি রজিবুল ইসলাম, ইয়াকুব আলী মোল্লা,খন্দকার আজিজুল হক মনি, ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, এবং তহবিল পরিচালনা কমিটির আহ্বায়ক জন দিলীপ বিশ্বাস উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এই বিষয়ে উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব জানান, ‘একটি পরিবারের ১ সপ্তাহ খানেক চলে এমন সমপরিমাণ পণ্য ফ্রি-বাজার থেকে সরবরাহ করা হয়েছে বাজারে। একজন ভুক্তভোগী বলেন, এটা খুবই ভালো উদ্যোগ আমরা কৃতজ্ঞ জানাচ্ছি এমন উদ্যোগের জন্য।

মন্তব্যসমূহ (০)


Lost Password