সিলেটে দুইটি ভারতীয় চোরাই মোটরসাইকেল সহ ০২ জন আটক

সিলেটে দুইটি ভারতীয় চোরাই মোটরসাইকেল সহ ০২ জন আটক

অদ্য ০৭/০৮/২০২১খ্রিঃ তারিখ ০২.০০ ঘটিকার সময় কতিপয় লোক ভারত থেকে অবৈধ ভাবে সরকারী শুল্ক ফাঁকি দিয়া ভারতীয় মোটরসাইকেল বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে এয়ারপোর্ট থানাধীন আলীবাহার চা-বাগানের মসজিদের সামনে অবস্থান করে। এসময় এয়ারপোর্ট থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ০২টি নিয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় দুইটি ভারতীয় মোটরসাইকেল সহ আসামী আরিছ আহমদ (২৬) ও ইমন আহমেদ (৩০) নামের দুইজনকে আটক করেন। ঐসময় ঘটনাস্থল হতে আরও ৫/৬ জন অজ্ঞাতনামা আসামী পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় ধৃত আসামীদের মোটরসাইকেল দুইটির কাগজপত্র দেখাতে বললে তারা মোটরসাইকেল দুইটি পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের সহযোগিতায় বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে অবৈধ ভাবে ভারত হতে বাংলাদেশে এনেছে বলে স্বীকার করে।

এসময় এয়ারপোর্ট থানা পুলিশ তা জব্দতালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে এ ধৃত আসামী ও জব্দকৃত আলামতসহ এয়ারপোর্ট থানার মামলা নং-১২, তাং-০৭/০৮/২০২১খ্রিঃ, ধারা- The special power Act 1974, section 25B/25D রুজু হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password