সিলেটে ১৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ মাদক ব্যবসায়ী আটক

সিলেটে ১৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ মাদক ব্যবসায়ী আটক

অদ্য ২৬ জুলাই সোমবার, সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় আটককৃত দুই শিশু মাদক ব্যাবসায়ী ও জব্দকৃত সিএনজি অটোরিক্সা নিয়ে বিবৃতি প্রদান করে যা পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলোঃ

২৫/০৭/২০২১ খ্রিঃ তারিখ এসআই(নিরস্ত্র) দেবাশীষ দেব, সঙ্গীয় অফিসার এএসআই(নিরস্ত্র) মোঃ ইখতিয়ার উদ্দিন, কং/৭৮৪ ইয়ারুপ, কং/১৬৯৫ তাপস বিশ্বাস সর্ব কর্মস্থল জালালাবাদ থানা, এসএমপি, সিলেট সহ জালালাবাদ থানা এলাকায় রাত্রীকালীন-২১ ডিউটি করাকালে ২২:৪০ ঘটিকার সময় সংবাদ পান যে, অত্র জালালাবাদ থানাধীন বাদাঘাট কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে পাকা রাস্তার উপর একটি সিএনজি অটোরিক্সা যার রেজিঃ নং-সিলেট-থ-১২-১৪৮৫ সহ ০২টি ছেলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করাকালে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার ও কারারক্ষীরা ০২জন লোক সন্দেহজনক ভাবে ঘোরাফেরার কারনে আটক করেছে।

পুলিশ উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং কর্তৃপক্ষের নির্দেশক্রমে সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত অনুমান ২৩:১০ ঘটিকার সময় ঘটনাস্থল অত্র জালালাবাদ থানাধীন বাদাঘাট কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে পাকা রাস্তার উপর পৌছে জেলার ও কারারক্ষীদের নিকট হতে উল্লেখিত ধৃত অভিযুক্ত শিশু ১। মোঃ ফাহিম (১৬), পিতা-মোঃ শামছু মিয়া, মাতা-পারভীনা বেগম, সাং-মীর্জাপুর, থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে- টিলাগড়, বটেরতল (পিয়ার মিয়ার কলোনী), থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট, ২। মোঃ সুজন (১৭), পিতা-আব্দুল মান্নান, সাং-ছাতারপাইয়া, গাবতলী, মিজিবাড়ী, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী, বর্তমানে-টিলাগড় (পূর্ব শাপলাবাগ), থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেটদ্বয়কে হেফাজতে গ্রহণ করেন।

অতঃপর আটক অভিযুক্ত শিশুদ্বয়ের দেহ তল্লাশী করে ১নং অভিযুক্ত শিশু মোঃ ফাহিম (১৬) এর পরিহিত প্যান্টের ডান পকেট হতে (ক) এ্যালোমিনিয়াম ফয়েল পেপারে মোড়ানো একটি ছোট নীল রংয়ের বায়ুরোধক পলি প্যাকে রক্ষিত ১৭৪ (একশত চুয়াত্তর) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, যার প্রতিটির গায়ে ইংরেজিতে wy লিখা আছে, যার ওজন অনুমান ১৭.৪ গ্রাম, মূল্য অনুমান-=৫২,২০০/- (বায়ান্ন হাজার দুইশত) টাকা এবং ২নং অভিযুক্ত শিশু মোঃ সুজন (১৭) এর হেফাজত হতে (খ) “টেল প্লাস্টিক” এবং “BICK CLUB” বিস্কুটের স্টিকার যুক্ত একটি সবুজ রংয়ের সিএনজি অটোরিক্সা যার রেজিঃ নাম্বার-সিলেট-থ-১২-১৪৮৫, চেসিস নং-MD2AAAFZZNWD 03695, ইঞ্জিন নং-AAMB ND 15716, যার মূল্য অনুমান-৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে ২৫/০৭/২০২১ খ্রিঃ তারিখ রাত ২৩:২০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন।

পরবর্তীতে এই সংক্রান্তে এসআই(নিঃ) দেবাশীষ দেব, বাদী হয়ে আটক ০২ জন অভিযুক্ত শিশুর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে জালালাবাদ থানার মামলা নং-১৭, তাং-২৫/০৭/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক)/৩৮ রুজু করা হয়। আটক অভিযুক্ত শিশু দ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। বিষয়টি অফিসার ইনচার্জ, জনাব মোঃ নাজমুল হুদা খাঁন, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password