ইজিবাইক চালকের হত্যার বিচারের দাবিতে হাজারও মানুষের মানববন্ধন

ইজিবাইক চালকের হত্যার বিচারের দাবিতে হাজারও মানুষের মানববন্ধন
MostPlay

ইজিবাইক চালক হত্যার বিচারের দাবিতে হাজারও গ্রামবাসীর অংশগ্রহণে গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বর্ণী গ্রামের ইজিবাইক চালক বাবুল হোসেন মোল্লাকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে এই মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে বরইতলা বাসস্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকার শতশত লোক অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবিএম মাসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু, নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন মাস্টার প্রমুখ। 

নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, আমার ভাইকে কয়েকদিন আগে নতুন একটি ইজিবাইক কিনে দেওয়া হয়। ইজিবাইকের কারণেই আমার ভাইকে পুড়িয়ে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুবৃত্তরা। আমি এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতগ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
 
উল্লেখ্য, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বর্ণী গ্রামের এস্কেন মোল্লার ছেলে ইজিবাইক চালক বাবুল হোসেন মোল্লা (৩০) গত ২১ মার্চ সন্ধ্যায় বরইতলা বাসস্ট্যান্ড থেকে কয়েকজন যাত্রী নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে যান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। পরে পুলিশ ২৩ মার্চ সকাল সাড়ে ১০টার সময় ফরিদপুর সদর উপজেলার অন্বিকাপুর ইউনিয়নের খালাসী দুর্গাপুর (তারাইল-গোয়ালন্দ) সড়কের ঢাল থেকে বাবুলের পোড়া লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন মাস্টার বাদী হয়ে চার জনকে (অজ্ঞাত) আসামি করে ফরিদপুর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password