দিল্লির বাতাসে লাশের গন্ধ

দিল্লির বাতাসে লাশের গন্ধ

রাত নেই দিন নেই অবিরাম জ্বলছে চিতার আগুন তাই দিল্লির বাতাসে এখন লাশের গন্ধ। দিন দিন বড় হচ্ছে লাশের মিছিল ।হাজার বছর পার করে আসা ঐতিহাসিক শহর দিল্লি  করোনার ভয়াল থাবায় এখন বিপর্যস্থ  টানা আট দিন তিনশর বেশি মৃত্যু  দেখছে এই শহর।

প্রতি ঘন্টায় অন্তত ১৭ জনের জীবন কেড়ে নিচ্ছে এই  অদৃশ্য ভাইরাস ,স্বজন হারানো মানুষের হাহাকার আহাজারীতে গুমোট অবস্থা মহানগরির। মৃত্যূ দেহ পোড়ানোর জন্য খোলা হোচ্ছে অস্থায়ী শ্বশান,শহরের বাহিরে ব্যাবস্থা করা হচ্ছে গণ কবরের।

নেই পর্যাপ্ত অক্সিজেন ব্যবস্থা, অক্সিজেন এর অভাবে মৃত্যু হচ্ছে অনেক মানুষের চিকিৎসা সেবা দিতে হিমসিম খাচ্ছে ডাক্তারেরা অসহায় হয়ে পড়েছে গোটা ভারতবর্ষ। লাশের পোড়া গন্ধে মানুষিক ভাবে বিপর্যস্থ হয়ে পড়েছে মানুষের জীবন।

মন্তব্যসমূহ (০)


Lost Password