কবরের সংকট দেখা দিয়েছে ব্রাজিলে

কবরের সংকট দেখা দিয়েছে ব্রাজিলে

করোনা মহামারির ভয়াবহ ধাক্কায় বিপর্যস্ত ব্রাজিলে দেখা দিয়েছে কবরের সংকট। গত কয়েকদিন গড়ে সাড়ে তিন হাজারের বেশি মৃত্যু দেখছে লাতিন দেশটি।

হঠাৎ মৃত্যু এতো বাড়ায় কবরস্থানগুলোতে দেখা দিয়েছে জায়গা সংকট। বিশেষভাবে বড় শহরগুলোর অবস্থা বেশি খারাপ। নতুন মৃতদেহের জন্য জায়গা দিতে সাও পাওলো শহরে খালি করা হচ্ছে পুরনো কবর।

পৌরসভা দফতরের তালিকা দেখে, বহুবছর আগে দাফন হওয়া দেহাবশেষ পূর্ণ মর্যাদার সাথে সরিয়ে নেয়া হচ্ছে অন্য জায়গায়। কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে জায়গা হচ্ছে নতুন কোনো মৃতদেহের।লাতিন দেশটির ধনী এ শহরে করোনা পরিস্থিতি এতোটাই বেগতিক যে রাতেও চলছে শেষকৃত্যের কার্যক্রম।

গেলো মঙ্গলবার করোনায় মৃত্যুবরণ করা সর্বোচ্চ ৪১৯ ব্যক্তির দাফন সম্পন্ন হয় সাও পাওলোতে। মহামারির পুরোটা সময়ে এটি রেকর্ড।

মন্তব্যসমূহ (০)


Lost Password