কালবৈশাখীর দানবীয় থাবাই কৃষকের সোনালী স্বপ্ন শেষ।

কালবৈশাখীর দানবীয় থাবাই কৃষকের সোনালী স্বপ্ন শেষ।
MostPlay

মাগুরার কৃষকদের মধ্যে এইতো আর কিছুদিনের মধ্যেই ধান কাটার ধুম পড়বে, নতুন ধানের গন্ধে ভরে উঠবে উঠান।
বাড়িতে বাড়ীতে প্রস্তুতি শুরু হয়েছে নতুন ধান ঘরে তোলার। কৃষকরা যখন এমন সোনালি স্বপ্নের দিন গুনছে, ঠিক তখনই সব কিছু তছনছ করে দিল কালবৈশাখীর ছোবল।

গত দুই তিন দিন আগেও যে ধান মাঠে বাতাসে দোল খাচ্ছিল  সেগুলো আজ পুড়ে ঝলসে গেছে আক্ষেপের মাধ্যমে এমনটাই বলেছিলেন  শ্রীপুরের কৃষক হোসেন আলী।  গতবছর থেকে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব, তার ওপর একমাত্র জমির ধান নষ্ট হওয়ায় কিভাবে সংসার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

মহম্মদপুরের কৃষক জমিদার মিয়া বলেন, কালবৈশাখী ঝড় ও গরম বাতাসে মাগুরায় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় দিশেহারা অবস্থা কৃষকদের। তারা দাবী করেন কৃষি বিভাগ থেকে যেনো তাদেরকে ভর্তুকি এর আওতায় আনা হয় এবং তাদের এ অপুরণীয় ক্ষতি পুষিয়ে নিতে সরকার যেন তাদের সহযোগিতা করেন।

কৃষি বিভাগ জানায় তারা মাঠ পর্যায়ে ক্ষতির পরিমাণ নিরুপণ করছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password