ধর্ষণের চেষ্টার ঘটনায় মেয়ের বাবাকেই ৮ হাজার টাকা জরিমানা

ধর্ষণের চেষ্টার ঘটনায় মেয়ের বাবাকেই ৮ হাজার টাকা জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা ছাপড়া মসজিদ এলাকায় ধর্ষণের চেষ্টার ঘটনায় উল্টো মেয়ের বাবাকে আট হাজার টাকা জরিমানা দিতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে ওই এলাকার পূর্ব চান্দরা ইসলামিয়া হাফিজিয়া  মাদ্রাসায় আশরাফুল ইসলাম (২৫) নামের এক শিক্ষকের বিরুদ্ধে পাশের এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে। এসময় ওই স্কুল শিক্ষার্থী মাদ্রাসার শিক্ষক আশরাফুল ইসলামকে তার শয়ন কক্ষে আটকিয়ে রাখেন। পরে শত শত গ্রামবাসী সেখানে জড়ো হয়ে বিচার দাবি করেন। 

কিন্তু ওই মাদ্রাসার পরিচালক মাওলানা মহিবুল্লাহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনকে ধমকিয়ে সরিয়ে দেন। পরে মেয়ের বাবাকে খবর দিয়ে মাদ্রাসায় নিয়ে আনেন। এসময় তারা মাদ্রাসার শিক্ষক আশরাফুল ইসলামের অভিভাবককে ডেকে নিয়ে অফিস কক্ষে গ্রাম্য সালিশে বসেন। সেখানে মাদ্রাসার শিক্ষক ও কয়েকজন ছাড়া গ্রামবাসীর কাউকে ঢুকতে না দিয়ে মেয়ের বাবাকে আট হাজার টাকা উল্টো জরিমানা করেন ও অভিযুক্ত আশরাফুল ইসলাম পঞ্চাশ হাজার টাকার জরিমানা করেন পরিচালক মহিবুল্লাহ। 

এ ঘটনা থানা পর্যন্ত গড়াবে জেনে মহিবুল্লাহ রাতেই সুকৌশলে ওই স্কুল শিক্ষার্থীকে সিরাজগঞ্জ জেলার গ্রামের বাড়িতে এবং অভিযুক্ত শিক্ষককে ময়মনসিংহের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। এ ঘটনাকে কেন্দ্রে করে গ্রামের চরম উত্তেজনা বিরাজ করছে। 

মেয়ের বাবা জানান, আমরা গরীব মানুষ। মেয়ের এ ঘটনার বিচার চাইলেও পাবো না। উল্টো আমাকেই এ ঘটনায় রাতেই আট হাজার টাকা জরিমানা দিতে হয়েছে।

পূর্ব চান্দরা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মহিবুল্লাহ জানান, এখানে তেমন কোন বড় ঘটনা ঘটেনি। যা ঘটেছে তা মীমাংসা করা হয়েছে। 

কালিয়াকৈর থানার ওসি তদন্ত রাজিব চক্রবর্তী জানান, এ রকম কোন অভিযোগ পাইনি। তবে কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password