এইচ৫এন৮ আভিয়ান ফ্লু’র প্রথম সংক্রমণ রাশিয়ায় মানুষের দেহে

এইচ৫এন৮ আভিয়ান ফ্লু’র প্রথম সংক্রমণ রাশিয়ায় মানুষের দেহে

বিশ্বের প্রথম দেশ হিসেব রাশিয়ায় ‘এইচ৫এন৮ আভিয়ান ফ্লু’র সংক্রমণ মানুষের দেহে ধরা পড়েছে। দেশটির বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন। এ বিষয়ে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও (ডব্লিউএইচও) সতর্ক করে দিয়েছেন বলে জানান বিজ্ঞানীরা। মস্কো টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। 

টেলিভিশনে এক বক্তব্যে রাশিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান রসপোত্রেবনাদজরের প্রধান আন্না পোপোভা বলেন, ‘মানুষের দেহে এভিয়ান ফ্লু সংক্রমণের তথ্য এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পাঠানো হয়েছে।’ এই ধরনের অবিষ্কারকে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার বলে দাবি করছেন তিনি। পোপোভা বলেন, এই ভাইরাস নিজেকে আরো পরিবর্তন করতে পারবে কি না তা ‘সময়ই বলে দেবে’। 

মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়, এভিয়ান ফ্লুর ভাইরাসগুলোর বিভিন্ন ধরনের প্রকার রয়েছে। পাখিদের শরীরে সবচেয়ে বেশি ছড়ায় এইচ৫এন৮ স্ট্রেন। এই স্ট্রেনটি মারাত্মকও। এর আগে কখনও মানুষের শরীরে এই স্ট্রেন ছড়িয়ে পড়েছিল বলে জানা যায়নি।

মন্তব্যসমূহ (০)


Lost Password