পিরোজপুরের গাছ থেকে নারিকেল সংগ্রহ নিয়ে বাগবিতণ্ডায় বড় ভাইকে পিটিয়ে হত্যা

পিরোজপুরের গাছ থেকে নারিকেল সংগ্রহ নিয়ে বাগবিতণ্ডায় বড় ভাইকে পিটিয়ে হত্যা
MostPlay

পিরোজপুরের নাজিরপুরে গাছ থেকে নারিকেল সংগ্রহ নিয়ে বাগবিতণ্ডায় বড় ভাই মো. মহসিন মোল্লাকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ও তার ছেলেদের বিরুদ্ধে। বুধবার (২১ এপ্রিল) উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাকসি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মহসিন মোল্লা ওই গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে। তিনি পেশায় একজন অটোরাইস মিলের মিস্ত্রী। হামলার সাথে জড়ির থাকার অভিযোগে দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, বুধবার সকালে মহসিন মোল্লা পৈত্রিক জমির গাছ থেকে নারিকেল সংগ্রহ করছিলেন। এসময় ছোট ভাই রুস্তুম মোল্লা তাকে বাধা দেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে রুস্তুম মোল্লা ও সন্তানরা মারধর করে ও লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে মহসিন মোল্লা গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইসরাত জাহান জেরিন বলেন, তার মাথায় আঘাতের কারণে নাক ও মুখ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের ভাতিজা রসুল মোল্লা ও রিয়াজ মোল্লাকে আটক করেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password