জার্মান সাবমেরিন এর আদ্যোপান্ত

জার্মান সাবমেরিন এর আদ্যোপান্ত

সাবমেরিন তৈরির অভিজ্ঞতায় প্রথম সারির দেশ জার্মান। আর ইউরোপীয় যেকোনো অস্ত্র বলতে কয়েকটা জাতির মেধার সমন্বয়। ফ্রান্স,ইতালি,যুক্তরাজ্য অথবা জার্মান, প্রত্যেকেই কোনো কিছু তৈরি করলে একে অপরের সবচেয়ে আধুনিক জিনিসগুলো নিজেদের সিস্টেমে ইন্সটল করে। এজন্য চীন/ রাশিয়া থেকে তাদের অস্ত্রের গুগগত মান অনেক ভালো।

যেমন Type-212 ক্লাশ সাবমেরিন, যার আপগ্রেডেড ভার্সন Type-214 যেটি জার্মান রপ্তানি করে থাকে। এই সাবমেরিন এর ইঞ্জিন জার্মান নিজে তৈরি করে। বিশ্বের বেশিরভাগ কনভেনশনাল সাবমেরিন এর ইঞ্জিন সবাই জার্মান থেকে কিনেই ইন্সটল করে। এমনকি চীনও জার্মান থেকে ইঞ্জিন ক্রয় করে সাবমেরিনে ইন্সটল করে। ৬৫ মিটার দৈর্ঘ্য ১৭০০ টন ডিপ্লেসম্যান্ট এর এই সাবমেরিনটি ৪০০ মিটার গভীরে যেতে সক্ষম যা অন্যান্য সাবমেরিনের মেরুদন্ড দুমড়ে মুচড়ে দিতে পারে।

AIP পরিচালিত এই সাবমেরিনটি খুবই স্টীল্থ যা ১২ সপ্তাহ সমুদ্রে থাকতে পারে। আটটি লঞ্চার টিউব থেকে টর্পেডো ছুড়তে পারে। আর যেকোনো চারটি থেকে মিসাইল ছুড়তে পারে। এছাড়াও মাইন ছুড়তে পারে। যেহেতু ইউরোপীয় সাবমেরিন এটি তাই এটিতে ইতালির বিভিন্ন সিস্টেম ব্যবহৃত হয়েছে পাশাপাশি বৃটিশদের তৈরি লিংক ১১ ব্যবহৃত হয়। চাইনিজ ৩ টি সাবমেরিনের মূল্যে হয়তো জার্মান থেকে দুটি সাবমেরিন পাওয়া যাবে। কিন্তু শত্রুকে চাপে রাখা যাবে অনেক বেশি।

মন্তব্যসমূহ (০)


Lost Password