স্বাস্থ্যবিধি অমান্যঃ জুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের ১২ মামলা

স্বাস্থ্যবিধি অমান্যঃ জুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের ১২ মামলা

করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ ও জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে উপজেলা শহরের কামিনীগঞ্জ বাজার বিজিবি ক্যাম্প চত্তরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা।

অভিযানে সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে আহবান করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়। সেই সাথে বিভিন্ন অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারা মোতাবেক বার জনকে পনের শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহসহ জুড়ী থানার পুলিশ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password