জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান,১২টি যন্ত্রদানব ধ্বংস

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান,১২টি যন্ত্রদানব ধ্বংস

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। সোমবার দুপুরে অবৈধভাবে পাথর উত্তোলনের খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) একেএম নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে জাফলংয়ের নয়াবস্তি এলাকায় অভিযানে নামে পুলিশ ও বিজিবি সদস্যরা।

গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) একেএম নূর হোসেন নির্ঝর জানান, ২০১৫ সালে উচ্চ আদালতের নির্দেশে জাফলংকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে গেজেট প্রকাশ করে বন ও পরিবেশ মন্ত্রণালয়। তারপর এই এলাকা থেকে পাথর ও বালুসহ সব ধরনের খনিজ উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পাথর উত্তোলন চলছে- এমন সংবাদ পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, এ সময় ১২টি শ্যালোমেশিন ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানের সময় গোয়াইনঘাট থানার এসআই আবুল হোসেন, তামাবিল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জয়নাল আবেদিনসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password