ছিনিয়ে নেয়া হল রিকশা চালকের টাকা

ছিনিয়ে নেয়া হল রিকশা চালকের টাকা

ব্রাহ্মণবাড়িয়ায় দিন-দুপুরে কৌশলে শহীদ মিয়া নামে এক রিকসা চালকের ৪৫০ টাকা ছিনিয়ে নিয়ে গেছে যাত্রীবেশী ছিনতাইকারী। রিকসা চালক শহীদ মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণ গ্রামে।

তিনি জানান, আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পৌর এলাকার হালদারপাড়ায় যাওয়ার কথা বলে রিকশায় উঠেন এক ব্যক্তি। সূর্যমুখী স্কুলের সামনে এসে ১০০ টাকার ভাংতি দেয়ার কথা বলে। পকেট থেকে খুচরা টাকা বের করতেই যাত্রীটি বলেন ১০০ টাকা নয়, ৫০০ টাকার ভাংতি দিতে হবে। ৫০০ টাকার ভাতিং হবে না বলা মাত্র ওই ব্যক্তি তার কাছ থাকা ৪৫০ টাকা নিয়ে আমি আসছি বলে আর ফেরেননি। 

কাঁদতে কাঁদতে শহীদ মিয়া বলেন, আমি গ্রামের দিকেই বেশি রিকসা চালাই। মাঝে মধ্যে শহরে আসি। দুপুর বেলা ওই লোক সাড়ে চাইরশ’ টাকা নিয়ে গেলে ৫০০ টাকা নিয়ে আসবে বলে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। ফিরে আসেননি। সারা দিনের রোজগার নিয়ে গেছেন। 

মন্তব্যসমূহ (০)


Lost Password