আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে শিশিরের খবরপাঠ

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে শিশিরের খবরপাঠ
MostPlay

বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার (রূপান্তরিত) নারী হিসেবে একটি বেসরকারি টেলিভিশনে সংবাদপাঠ শুরু করেছেন তাসনুভা আনান শিশির।  সংবাদপাঠ শুরুর আগেই আলোচিত হয়েছেন গণমাধ্যমে। এখন তার সংবাদপাঠের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে। তার এমন কৃতিত্ব বেশ প্রশংসা কুড়িয়েছে। 

বিশ্ব নারী দিবসে সোমবার শিশির বেসরকারি টেলিভিশনে সংবাদপাঠ করে।  এর ২৪ ঘণ্টার মধেই শিশিরকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি, গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্ট, আল জাজিরা, ইন্ডিয়ান এক্সপ্রেস, ডন, ডেইলি মেইলের মতো জনপ্রিয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
 
বিবিসি তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে ‘বাংলাদেশ’স ফার্স্ট ট্রান্সজেন্ডার নিউজ রিডার মেকস ডেব্যু’।   দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের শিরোনাম ‘বাংলাদেশ’স ফার্স্ট ট্রান্সজেন্ডার নিউজ রিডার টেকস টু দ্য এয়ারওয়েভ।

দ্য ইন্ডিপেন্ডেন্ট ‘বাংলাদেশ’স ফার্স্ট ট্রান্সজেন্ডার নিউজ অ্যাংকর প্রেইজড ফর পারফেক্ট ডেব্যু’। 

ডেইলি মেইলের শিরোনাম ছিল ‘মোমেন্ট বাংলাদেশ’স ফার্স্ট ট্রান্সজেন্ডার নিউজরিডার ব্রেকস ডাউন আফটার ফিনিশিং হার ফার্স্ট বুলেটিন’। লন্ডনভিত্তিক গণমাধ্যমটি একাধিক ছবিসহ সুবিশাল প্রতিবেদন করেছে তাসনুভা শিশিরকে নিয়ে।

এদিকে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন বলেছে, সংবাদপাঠক হিসেবে তাসনুভা শিশিরের অভিষেক ছিল বিশ্বমানের।

রয়টার্স শিরোনাম করেছে, অ্যাংকরওম্যান: বাংলাদেশ’স ফার্স্ট ট্রান্সজেন্ডার নিউজরিডার হোপস টু ফস্টার অ্যাকসেপ্টেন্স। 

২৯ বছর বয়সী তাসনুভা বাগেরহাটে জন্মগ্রহণ করেন। 

মন্তব্যসমূহ (০)


Lost Password