গাজীপুরে ৭দিনের লকডাউনে যাত্রীদের ও স্থানীয় মানুষের ভোগান্তি

গাজীপুরে ৭দিনের লকডাউনে যাত্রীদের ও স্থানীয়  মানুষের ভোগান্তি

গাজীপুরে করোনা মহামারি যাতে ছড়িয়ে না  পড়ে সে আশংখ্যায়  ৭দিনের লকডাউন দিতে বাধ্য  হয় গাজীপুর জেলা প্রশাসন। 

সাত দিনের লকডাউনের প্রথম দিনেই দুর্ভোগের  চিত্র ফুটে উঠেছে বিভিন্ন বাসস্ট্যান্ডে । আজ চান্দুরা বাস স্ট্যান্ডে  ঘুরে দেখা যায়, কিছু  পরিবার বাড়ি  যাওয়ার উদ্দেশ্য বের হলে বাসস্ট্যান্ডে দূর পাল্লার বাস না পেয়ে   চন্দ্রা ফ্লাইওভারের নিচে পরিবারসহ নিরবে  বসে থাকতে হয়।  বাস গাড়ি না পাওয়ায় এই পরিবারটিকে চিন্তিত দেখা যাচ্ছে। সেই সাথে অটো রিক্সার ভাড়া দ্বিগুন বাড়ায় ক্ষোভ   স্থানীয় মানুষের। এ দিকে  প্রশাসন  সাত দিনের করোনা লকডাউন জনগণকে মানাতে কঠোর  অবস্থানে

মন্তব্যসমূহ (০)


Lost Password