গুলিবিদ্ধ নয় ডিঙ্গি নৌকায় উঠার সময় রোহিঙ্গা যুবক আহত

গুলিবিদ্ধ নয় ডিঙ্গি নৌকায় উঠার সময় রোহিঙ্গা যুবক আহত

গুলিতে নয়, সেন্ট মার্টিন থেকে ফেরার পথে নৌকায় উঠতে গিয়ে পা কেটে আহত হয়েছেন বলে এখন দাবি করছেন রোহিঙ্গা যুবক। গুলিবিদ্ধ নয়, কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে ফেরার পথে বড় ট্রলার থেকে ডিঙ্গি নৌকায় উঠার সময় পা কেটে রোহিঙ্গা যুবক আলী জোহার আহত হয়েছেন।

আহত এই যুবক, চিকিৎসক ও পুলিশের সঙ্গে আলোচনা করে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ রোববার (১৬ জুন) বিকেলে এই রোহিঙ্গা যুবককে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

পুলিশ জানিয়েছে, এই যুবকের বিরুদ্ধে মাদকের মামলা থাকায় তাকে আদালতে পাঠানো হবে। এর আগে শুক্রবার (১৪ জুন) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন এই রোহিঙ্গা যুবক। এরপর কিছু গণমাধ্যমে প্রচার হয়, এই যুবক সেন্টমার্টিন থেকে ফেরার পথে মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে আহত হয়েছেন। এরপর এই রোহিঙ্গা যুবককে নিয়ে সৃষ্টি হয় ধুম্রজাল।

এতে বলা হয়, বৃহস্পতিবার ( ১৩ জুন ) বিকেলে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার সময় নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকা সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় যাত্রীবাহী ট্রলার লক্ষ্য করে মিয়ানমারের দিক থেকে গুলিবর্ষণ করা হয় বলে কয়েকটি গণমাধ্যমে তথ্য দেয় রোহিঙ্গা যুবক আলী জোহার। এতে সে পায়ে গুলিবিদ্ধ হয়েছে বলেও দাবি করেন। এ নিয়ে সে চিকিৎসার জন্য উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি হন।

পরে শুক্রবার বিকালে হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ওই রোহিঙ্গা যুবকের নাম আলী জোহার, বয়স ৩০। উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা তিনি। বাবার নাম হামিদ হোসেন। তার পরিবার ২০১৭ সালের ২৫ অগাস্ট মিয়ানমার থেকে পালিয়ে উখিয়ায় এসে আশ্রয় নেয়।

কিন্তু কক্সবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার আশেকুর রহমান জানিয়েছেন, আহত যুবক গুলিবিদ্ধ না। ধাতব বস্তু দ্বারা আঘাত প্রাপ্ত। সুস্থ হওয়ার পর যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানিয়েছেন, রোববার বিকেলে এই রোহিঙ্গা যুবককে চিকিৎসা শেষে ক্যাম্পে ফেরত পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ যাচাই বাছাই করে নিশ্চিত হয়েছে এই রোহিঙ্গা যুবককে একটি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা আসামি। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password