নাগেশ্বরীতে ঝুঁকিপূর্ণ ব্রীজ, ঘটছে দুর্ঘটনা

নাগেশ্বরীতে ঝুঁকিপূর্ণ ব্রীজ, ঘটছে দুর্ঘটনা
MostPlay

নাগেশ্বরীর নেওয়াশী ঝুঁকিপূর্ণ গিড়ারপাড় ব্রীজটি মেরামত না হওয়ায় দুর্ঘটনায় প্রাণহানী ঘটছে প্রতিনিয়ত। নাগেশ্বরী উপজেলা সদর থেকে মাত্র ৩ কিলোমিটার দুরে অবস্থিত গিড়ারপাড় ব্রীজটি। গত বিএনপি জোট সরকারের আমলে ব্রীজটি তৈরী করা হয়। কাজের গুনগত মান ভাল না হওয়ায় অল্প সময়ে ব্রীজটির দু-পাশের্বর রেলিং ভেঙ্গে গেছে। ব্রীজের দু মোকাসহ মাঝে মাঝে গর্ত হয়েছে। ফলে ব্রীজের উপর দিয়ে চলাচলের সময় প্রায় দূর্ঘটনা ঘটছে এবং ব্রীজ থেকে পড়ে ৪ জনের প্রান গেছে। 

ব্রীজ থেকে পড়ে মারা গেছে এনাতুল্লার পুত্র মজিদ (১০), শাহাদত এর পুত্র বায়জিদ (১১) এবং ঔ এলাকার পাখী চন্দ্রের বাসার আত্মীয়। এ ছাড়াও বর্তমানে ব্রীজের অবস্থা একেবারে নড়েবড়ে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে গিড়ারপাড় গ্রামের আলহাজ্জ আনছার ও মফিজুল ইসলাম জানিয়েছে। 

নাগেশ্বরী উপজেলা প্রকৌশলী জানিয়েছে নতুন ব্রীজের অনুমোদনের জন্য বার বার ঢাকায় চিঠি দিলেও কোন জবাব মিলছেনা।

মন্তব্যসমূহ (১)


Lost Password