লাল বেইজিং ঝড়ে হলুদ,অবাক নগরবাসী

লাল বেইজিং ঝড়ে হলুদ,অবাক নগরবাসী

প্রকৃতির খেয়ালের কোনও সীমা-পরিসীমা নেই। কোথাও বরফ পড়ছে, তো কোথাও আগুনগরম। কোথাও ঝড়-পানি তো কোথাও নিছক ধূলোবালির ঢেউ!

সোমবার সকালে চীনের রাজধানী বেইজিংয়ে যেমন। যে দিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। আসলে বালিঝড়ের চিহ্ন। যদিও সকালে রাস্তায় বের হয়েছেন মানুষজন। কাজে যাওয়ার তাড়া। এছাড়াও তো হাজারো কাজ থাকে। কিন্তু সকলেই সেই বিস্তারিত হলুদ দেখে অবাক!

আসলে গোবি মরুভূমি ও চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে সৃষ্ট ভারি ধূলোবালির ঝড় বেইজিংয়ে এই পরিস্থিতির জন্ম দিয়েছে। চীনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, গত এক দশকে এটিই সব চেয়ে বড় ধূলো ঝড়। 'দ্য চীনা মিটিওরলজিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন' সোমবার সকালে হলুদ সতর্কতা জারি করেছিল। 

সংস্থাটি জানিয়েছে, ইনার মঙ্গোলিয়া থেকে এই ঝড় ছড়িয়ে পড়েছে গাংসু, সাংহাই ও হেবেই প্রদেশে। এলাকাগুলো বেইজিংয়ের চারদিকে অবস্থিত।

চীনের পক্ষ থেকে জানানো হয়, ঝড়টি অন্যদিকে ঘুরে যেতে পারে। আগামী বুধ বা বৃহস্পতিবারের দিকে বেইজিংয়ের আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রায় প্রতি বছরই মার্চ-এপ্রিলে ধূলো ঝড়ের মুখে পড়ে বেইজিং। গোবি মরুভূমির পাশাপাশি চীনের উত্তরাঞ্চলে জঙ্গল নষ্ট ও মাটির ক্ষয় থেকে এ ঝড় তৈরি হয় বলে ধারণা করা হয়ে থাকে।

মন্তব্যসমূহ (০)


Lost Password