নওগাঁয় এফবিসিসিআই-এর পক্ষ থেকে সদর হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান

নওগাঁয় এফবিসিসিআই-এর পক্ষ থেকে সদর হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান

নওগাঁ সদর হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডার, ১০টি ফ্লো-মিটার ও ৩টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা প্রদান করেছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই।

করোনাভাইরাস প্রতিরোধে সরকারের গৃহিত কর্মকাণ্ডকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে এফবিসিসিআই-এর পক্ষ থেকে সভাপতি জসিম উদ্দিনের নির্দেশনায় ও পরিচালনা পর্ষদের সার্বিক সহযোগিতায় দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে করোনাভাইরাস রোগীদের চিকিৎসা ব্যবস্থাকে সহজলভ্য করার লক্ষ্যে এফবিসিসিআই এর পক্ষ থেকে এই সব উপকরণ বিতরণ করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় রবিবার দুপুরে নওগাঁ সদর হাসপাতাল প্রাঙ্গনে সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা: এবিএম আবু হানিফের কাছে এই উপকরণগুলো হস্তান্তর করা হয়।

উপকরণ হস্তান্তর করেন এফবিসিসিআই এর পরিচালক ও নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহ্রিয়ার রাসেল।

এসময় নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, পরিচালক এমএ খালেক, নওগাঁ চেম্বার ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা এবং গনমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই এর পরিচালক ও নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহ্রিয়ার রাসেল বলেন, এই মহামারি মোকাবেলা করতে সরকারের পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে কাজ করে আসছে এফবিসিসিআই।

দেশের যেসব জেলায় করোনা ভাইরাস মহামারি আকার ধারন করেছে সেই সব এলাকায় দ্রুততার সঙ্গে এই উপকরণগুলো পৌঁছে দেয়া হচ্ছে। প্রয়োজনে সেই সব এলাকায় আরো উপকরন প্রদান করা হবে।

ইতোমধ্যেই করোনাভাইরাস প্রতিরোধে নওগাঁর সাধারণ মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে ৫০হাজার মাস্ক হস্তান্তর করা হয়েছে। ঈদের আগে বিভিন্ন শ্রেণির প্রায় আড়াই হাজার শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়াও করোনাভাইরাসের শুরু থেকেই নওগাঁ চেম্বারের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। যতদিন আমরা এই সংকট থেকে পুরোপুরি মুক্তি না পাচ্ছি ততদিন এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password