চালের দাম কেজিতে অন্তত ১০ টাকা কমবে

চালের দাম কেজিতে অন্তত ১০ টাকা কমবে
MostPlay

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে চাল আমদানি। দেশীয় চালের তুলনায় আমদানি করা চাল তুলনামূলক দাম বেশি হওয়ায় অবিক্রীত পড়ে আছে আমদানিকারকদের গুদামে। বন্দর থেকেও খালাস হচ্ছে ধীরগতিতে। ফলে ২২৮ ট্রাক চাল বন্দরের অভ্যন্তরে খালাসের অপেক্ষায় আছে। এদিকে হিলি স্থলবন্দরে খোলাবাজারে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে তিন থেকে চার টাকা।

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চালের আমদানি বাড়লেও খোলাবাজারে এর প্রভাব পড়েনি। দেশীয় চালের তুলনায় আমদানি করা চালের দাম কেজিপ্রতি দুই থেকে তিন টাকা বেশি হওয়ায় ক্রেতা খুঁজে পাচ্ছেন না আমদানিকরকরা। ফলে গুদামগুলোতে অবিক্রিতে পড়ে আছে আমদানি করা এসব চাল। বিক্রি না হওয়ায় ক্ষতির মুখে ব্যবসায়ীরা। আমদানি বাড়লেও বন্দর থেকে এসব চাল খালাস হচ্ছে ধীরগতিতে। বিদ্যমান ২৫ শতাংশ শুল্কে আমদানি করা এসব চাল লোকসানের আশঙ্কায় বন্দর থেকে খালাস কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।

ফলে বন্দরের অভ্যন্তরে চালবোঝাই ২২৮টি ট্রাক খালাসের অপেক্ষায় রয়েছে। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা বলছেন, বর্তমান ডলারের উচ্চমূল্যের কারণে আমদানি শুল্ক তুলে নেওয়া হলে চালের দাম কেজিতে অন্তত ১০ টাকা কমে আসবে। সেই সাথে খোলাবাজারেও চালের সরবরাহ বাড়বে বলে মনে করেন তারা। এদিকে সপ্তাহের ব্যবধানে হিলির খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে তিন থেকে চার টাকা। এতে বেকায়দায় স্বল্প আয়ের মানুষ।

মন্তব্যসমূহ (০)


Lost Password