ভেঙে ফেলা হচ্ছে ডিপজলের পর্বত সিনেমা হল

ভেঙে ফেলা হচ্ছে ডিপজলের পর্বত সিনেমা হল

ঢাকার বেশ পুরনো সিনেমা হল ‘পর্বত’। রাজধানীর প্রবেশমুখে গাবতলীতে সিনেমা হলটির অবস্থান। এটির মালিক চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মিরপুর-গাবতলী এলাকার সিনেপ্রেমীদের জন্য এটি ছিল অন্যতম বিনোদনকেন্দ্র। তবে বেশ কয়েক বছর ধরে মাঝেমধ্যেই বন্ধ থাকত হলটি। জানা গেছে, অভিনেতা, প্রযোজক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজলের মালিকানাধীন এই সিঙ্গেল স্ক্রিন এবার ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। তৈরি হচ্ছে বড় শপিং মল।

আনন্দের খবর হলো, ডিপজল এই শপিং মলে গড়ে তুলবেন তিন স্ক্রিনের অত্যাধুনিক মাল্টিপ্লেক্স। হল ভেঙে ফেলার সত্যতা নিশ্চিত করেছেন ডিপজল। সঙ্গে প্রকাশ করেন বিরক্তিও। তিনি বলেন, ‘সিনেমা হল ভেঙে ফেলার খবরটি সঠিক। কিন্তু অনেকে গোটা বিষয়টা না জেনেই সমালোচনা শুরু করছেন। বিষয়টি হলো, পর্বত সিনেমা হল ভেঙে মার্কেট তৈরি হলেও সেখানে সিনেমা হলও থাকছে। আমরা পরিকল্পনা করেছি, ভবনের টপ ফ্লোরে তিনটি হল নিয়ে একটি আধুনিক মাল্টিপ্লেক্স তৈরি করার।’

ডিপজল জানান, অনেক দিন ধরে এই হল বন্ধ আছে। ভবনটিও বেশ নাজুক। তাই সেটা ভেঙে নতুন করে ভবন তোলার সিদ্ধান্ত হয়েছে। গড়ে তোলা হবে শপিং মল। তবে কম খরচে দর্শক যেন মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে পারে, সেই পরিকল্পনাও রয়েছে তার।

দেশে ক্রমেই বিলুপ্তির পথে সিঙ্গেল স্ক্রিনের প্রেক্ষাগৃহ। মোট মিলিয়ে ৫০টির মতো সিঙ্গেল স্ক্রিন টিকে আছে। যেটি দুই দশক আগেও ছিল হাজারের বেশি। টিকে থাকা সিঙ্গেল স্ক্রিনগুলোও দর্শক খরায় ভুগছে বছরজুড়ে। মূল কারণ, হলের খারাপ পরিবেশ আর ভালো সিনেমার অভাব।

মন্তব্যসমূহ (০)


Lost Password