আগস্টের শেষে ১০ লাখ ফাইজারের টিকা আসছে দেশে

আগস্টের শেষে ১০ লাখ ফাইজারের টিকা আসছে দেশে
MostPlay

আজ ২৪ আগস্ট, মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি আরও বলেন আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের মাধ্যমে ১০ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসছে। উক্ত টিকা কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় আমেরিকার উপহার হিসেবে দেশে আসবে। উক্ত টিকা বিমানবন্দরে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করবে আমেরিকার রাষ্ট্রদূত আর. মিলার।

উল্লেখ্য, সম্প্রতি সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান শীঘ্রই যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ৬০ লাখ টিকা দেশে আসবে। ৩০ আগস্ট সন্ধ্যায় এই ১০ লাখ ডোজ টিকা পাওয়ার পর বাকি টিকা ক্রমান্বয়ে সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password