আজ দুপুরে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

আজ দুপুরে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। দুপুর ১২টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করবে তাদের বহনকারী বিমান।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিমান থেকে নেমেই সরাসরি টিম হোটেলের বাসে উঠেছিল। তারা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে চায়নি। চার্টার্ড ফ্লাইটে আসায় বিসিবিও তা মেনে নিয়ে সেভাবেই ব্যবস্থা করে। তবে টম ল্যাথামের নেতৃত্বে আসা নিউ জিল্যান্ড ক্রিকেট দলকে অতিক্রম করতে হবে বিমানবন্দর। তারপর বাসে উঠতে হবে। বাণিজ্যিক ফ্লাইটে আসায় তাদের জন্য রানওয়ে থেকে বাসের ব্যবস্থা হচ্ছে না। তবে বিমানবন্দরে তাদের দাঁড়াতে হবে না। সরাসরি বেরিয়ে বাসে উঠবেন কিউইরা। তাদের জন্য বিশেষ ইমিগ্রেশনের ব্যবস্থা করছে ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ড দল আজ আসলেও দলের দুই সদস্য ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম চার দিন আগেই এসেছেন ঢাকায়। মুল সিরিজের আগে নিউজিল্যান্ড দল কোন প্রস্তুতি ম্যাচ খেলবে না৷ পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হবে ১ সেপ্টেম্বর মিরপুরের শের-ই-বাংলায়। একই ভেন্যুতে বাকি চার ম্যাচ হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

মন্তব্যসমূহ (০)


Lost Password