প্রকাশ্যে ঘুষ নেন কুড়িগ্রামের উপ-সহকারী ভূমি কর্মকর্তা নজরুল (ভিডিও)

প্রকাশ্যে ঘুষ নেন কুড়িগ্রামের উপ-সহকারী ভূমি কর্মকর্তা নজরুল (ভিডিও)
MostPlay

ঘুষ ছাড়া সেবা মিলে না কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন ভূমি অফিসে। অভিযোগ রয়েছে, নামজারি ও খারিজসহ জমিজমা সংক্রান্ত যে কোন কাজেই প্রকাশ্য টাকা নেন উপ-সহকারি ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম। অর্থ লেনদেনের একের পর এক ছবি ভাইরাল হলেও নির্বিকার স্থানীয় প্রশাসন। এতে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে ওই ভূমি কর্মকর্তার কাছে।

 এভাবেই ঘুষের টাকা নিচ্ছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের উপ-সহকারি ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম। ঘুষ ছাড়া কোন কাজ করেন না তিনি।, জমিজমা সংক্রান্ত কাজে ঘুষ নেয়া যেন তার নিয়ম হয়ে দাঁড়িয়েছে। নামজারি ও খারিজ নিতে নজরুলকে দিতে হয় ৫ হাজার থেকে ২০ হাজার টাকা।

জমির পরিমাণ ও ব্যক্তির অবস্থা দেখে টাকার অংকটা আরো বেড়ে যায়। জমিজমার বিষয় খোঁজ নিতে গেলেও ঘুষ দিতে হয় তাকে। প্রশাসন নির্বিকার থাকায় প্রকাশ্যেই অর্থ হাতিয়ে নিচ্ছেন তিনি । ভুক্তভোগী,আন্ধারীরঝাড় ইউনিয়ন,ভূরুঙ্গামারী,কুড়িগ্রাম। স্থানীয় জনপ্রতিনিধিও স্বীকার করেন উপ-সহকারি ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যের কথা। রাজু আহম্মেদ খোকন,চেয়ারম্যান, আন্ধারীরঝাড় ইউপি, ভূরুঙ্গামারী,কুড়িগ্রাম।

অভিযোগের কথা নিজেও স্বীকার করে নজরুল ইসলাম জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের ছায়া রয়েছে তার উপর।নজরুল ইসলাম, উপ সহকারি ভূমি কর্মকর্তা, আন্ধারীরঝাড় ইউপি, ভূরুঙ্গামারী। আর লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দীপক কুমার দেব শর্মা, ইউএনও, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম। আন্ধারীঝাড় ইউনিয়ন ভূমি অফিসে দুনীর্তি রোধে দ্রুত পদক্ষেপ চান ভুক্তভোগীরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password