বইমেলায় মোস্তফা মননের আগুনকাল

বইমেলায় মোস্তফা মননের আগুনকাল

বইমেলায় পাওয়া যাচ্ছে মোস্তফা মননের ‘আগুনকাল’। লেখক বইটি সম্পর্কে বলছেন, ‘নতুন চিন্তার উপন্যাস’। যার শুরু এভাবে, আবু নামের এক মধ্যবয়স্ক লোক, যিনি নিম্নমধ্যবিত্ত, দোকানে গেছেন শ্যাম্পু কিনতে।

আবুর বড় মেয়ে প্রকৃতিকে পাত্রপক্ষ দেখতে আসবে। আগে একবার দেখতে এসেছিল, চুলের জন্য পছন্দ করে নাই। এবার প্রকৃতির মা জমানো টাকা থেকে দুইশত টাকা নিয়ে দিয়েছে শ্যাম্পু কিনতে, সঙ্গে কন্ডিশনারও।

আবুর সঙ্গে দোকানির ঝগড়া লাগে। আবুর যুক্তি হলো, শ্যাম্পু দেবে, আবার কন্ডিশনার কেন? দুইটাইতো মাথায় দেবে, তাহলে আলাদা আলাদা কেন? একসঙ্গেই ছিল? কেন আলাদা করল, কেন বেশি টাকা খরচ করাচ্ছে?

দোকানি আর আবুর কথোপকথনের মধ্য দিয়ে যেন পাঠক নিজের জটিল জীবনেই প্রবেশ করে। একটু এগিয়ে যাওয়ার পর পাঠক হয়তো একটু চমকাবে। দোকানিকে আবু বলছে, মৃত মানুষের কোন শ্যাম্পু নাই? কোন কন্ডিশনার নাই? আমি কিনমু।

এভাবে এগিয়ে যাওয়া ‘আগুনকাল’কে সমাজ সচেতনতামূলক উপন্যাসও বলা হচ্ছে। বইটির প্রকাশক শোভা প্রকাশ। পাওয়া যাচ্ছে চলমান একুশে বইমেলার ১৩ নম্বর প্যাভিলিয়নে।

মন্তব্যসমূহ (০)


Lost Password