মাগুরায় বৈশাখের রং ছিল না ছিটে ফোটাও

মাগুরায় বৈশাখের রং ছিল না ছিটে ফোটাও
MostPlay

মাগুরা শহরের কোথাও পহেলা বৈশাখে দেখা যায়নি বাহারি সব হাতি,ঘড়া, পুতল, যে পহেলা বৈশাখ ঘিরে মেতে উঠত বাঙালি। আজ তা ফ্যাকেশে।দেখা য়ায়নি নোমানি ময়দান মাঠে নাগর দোলা, হাওয়াই মিষ্টাই,শিশুদের  আনন্দ এখন চার দেওয়ালে বন্দি। 

করোনা ভাইরাসের কারনে হালখাতা করেনি ব্যবসায়ী। অচেনা অদৃশ্য ভাইরাসের কারনে মাগুরায় কোথাও হয়নি মঙ্গল শোভাযাত্রা।  জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়নি গরুর গাড়ি করে বাহারি সব মুখোস পরে শোভা যাত্রা।

 কুমার পাড়ায়  এখন আর সেই পুড়া মাটির গন্ধ পাওয়া যায় না।  আছে শুধু সুনশান নিরবতা। ঘরে বসে বৈশাখ পালন করছেন সবাই। কোথাও হয়নি  লাঠি খেলা, মুড়ি, বাতাসা খাওয়ার ধুম। 

ছিলনা গ্রাম বাংলার মেলা। অজানা শত্রুর হাত থেকে রক্ষা পেতে সবাই  গৃহবন্দি। মাগুরা নতুন বাজার ছানা বাবুর বটতলায় বসেনি গ্রামীন মেলা। কোথাও হয়নি চৈত্র সংক্রাতির মেলা তবে বৈশাখে নতুন  সূর্যের উদায়ের সাথে বাঙালি আবার মাথা উচু করে দাড়াবে  এমন প্রত্যায় সবার।

মন্তব্যসমূহ (০)


Lost Password