৩০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড করিম উৎসব

৩০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড করিম উৎসব
MostPlay

সুনামগঞ্জের দিরাই উপজেলার উজান ধল গ্রামে দুই দিনব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসব সন্ধ্যার পর থেকে শুরুর হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ ঝড় সবকিছু লন্ডভন্ড করে দিয়েছে। উজান ধলের মাঠে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়।

শাহ আবদুল করিম পরিষদ ও ধল গ্রামবাসীর আয়োজনে লোকউৎসবকে কেন্দ্র করে উজান ধলের মাঠের মাঝখানে চারদিকে প্যান্ডেল করে মঞ্চ তৈরি করা হয়। লোকউৎসবকে কেন্দ্র করে মাঠের চারপাশে বসেছে হরেক রকমের দোকান। কিন্তু ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ৩০ মিনিটের ঝড়ো বাতাসে সব কিছু লন্ডভন্ড করে দিয়েছে।

ঝড়ো বাতাসে মঞ্চের চারদিকের প্যান্ডেল ছিঁড়ে পড়ে যায়, এমনকি মেলায় বসা বেলুন, পান সুপারির দোকান, হোটেল উড়ে যায়।

সিলেট থেকে আসা রানা মিয়া বিডিটাইপকে জানান, দুই দিনব্যাপী লোকউৎসবে চটপটির দোকান দিয়েছি, কিন্তু হঠাৎ ঝড়োহাওয়ার কারণে সব কিছু উড়ে গেছে। এখন আমি কী করব বুঝতে পারছি না। লাভের আশায় এসে ক্ষতি হয়ে গেল।

গণিগঞ্জ থেকে আসা সুজন মিয়া বিডিটাইপকে বলেন, প্রতি বছর আব্দুল করিম লোকউৎসবে এসে বেলুন বিক্রি করে অনেক টাকা লাভ করি। আজ দোকানের চারদিকে বেলুন সাজিয়ে রেখে বিক্রি কেবল শুরু করি। কিন্তু ঝড়োহওয়ায় আমার সব বেলুন উড়ে গেছে।

দিরাই থেকে আসা মমজাত আলী বিডিটাইপকেবলেন, ‘আমার পানের দোকান উড়ে গেছে।’

শাহ আব্দুল করিমের পুত্র শাহ নুর জালাল বিডিটাইপকে জানান, ঝড়োহওয়া কমলে উৎসব হবে কি-না জানানো হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password