ময়মনসিংহে ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেল লরি-প্রাইভেটকার

ময়মনসিংহে ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেল লরি-প্রাইভেটকার
MostPlay

ময়মনসিংহের ত্রিশালে স্টিলের ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে একটি লড়ি ও প্রাইভেটকার। তবে, এতে হতাহত হয়নি কেউ।পুলিশ জানান, পণ্যবাহী একটি লরি প্রথমে ব্রিজ পার হচ্ছিলো। পেছনো ছিলো আরেকটি প্রাইভেটকার। মাঝামাঝি পৌঁছালে বিকট শব্দে ব্রিজটি ভেঙে যায়। নদীতে পড়ে যায় গাড়ি দুটি। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। লরিটির অতিরিক্ত ওজনের কারণে ব্রিজ ভেঙেছে বলে ধারণা করা হচ্ছে। পাশে আরেকটি ব্রিজ থাকায় স্বাভাবিক রয়েছে যান চলাচল।

বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মাইনুদ্দিন বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় বেইলি ব্রিজ ভেঙে একটি প্রাইভেটকার ও পণ্যবোঝায় লরি খিরু নদীতে পড়ে গেছে। এরপর থেকে যান চলাচল বন্ধ আছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। লরি ও প্রাইভেটকারের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password