কুষ্টিয়া দৌলতপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

কুষ্টিয়া দৌলতপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
MostPlay

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টার সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য আঃ কঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এজাজ আহম্মেদ মামুন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মী। এছাড়াও একে একে উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদানের শেষে সকাল ১০ টার সময় উপজেলা অডিটোরিয়াম রুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তারা সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত রাখতে এক সংগে কাজ কাজ করার অনুরোধ করেন। এসময় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, দলের মধ্যে কিছু কিছু অনুপ্রবেশকারী ও কিছু কিছু সুবিধাভোগী লোক ঢুকে পড়েছে, নিজ স্বার্থে ও নিজের গোষ্ঠীর স্বার্থে, ব্যবহার করার চেষ্টা করছে, আমরা তা হতে দেব না, এই দলে অনেকেই আছে যেন নেতৃত্বে তকমা পেয়েছে, কিন্তু তারা কোনদিন দলীয় সিদ্ধান্ত মানে না, তার নৌকা প্রতীকে ভোট ও দেয় না, তারা আওয়ামীলীগের বিরুদ্ধে, শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে সিদ্ধান্ত নিয়ে এই দলকে চ্যালেঞ্জ করে এ ধরনের লোকজন আমাদের সঙ্গে আছে তাদেরকে চিনে রাখতে হবে।

কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আঃ কঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্, তার বক্তব্যে এসব কথা বলেন। আলোচনার শেষে কেক কেটে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার শান্তি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কমনায় দোয়া মাহফিল করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মোঃ টিপু নেওয়াজ, সহ-সভাপতি সেলিদেওয়ান, সরদার তহিদুল ইসলাম, সরদার আতিয়ার রহমান, সাদিকুজ্জামান খান সুমন, সহ ১৪ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ছাত্রলীগ, যুবলীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password