কোরবানির বাজার মাতাবে অর্ধ কোটি টাকার গরু 'রাজা'

কোরবানির বাজার মাতাবে অর্ধ কোটি টাকার গরু 'রাজা'
MostPlay

পাবনার রাজু নামের এক শিক্ষার্থী পড়ালিখা শেষে চাকুরী না পেয়ে করেন গরুর খামার আর তার গরুর খামারের সব থেকে বড় এবং তার পছন্দের গরুটির নাম রাখেন তার নামের সাথে মিলেয়ে। গরুটির নাম রাজা। গরুটি নাম যেমন রাজা দেখতেও তেমন। বিশাল আকৃতির এই কোরবানির গরু দেখার জন্য অনেকেই এখন ভিড় করছে পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের রাজুর খামারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গরুর ছবি দেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও দর্শনার্থীরা আসছেন গরু দেখার জন্য।

রাজু নামের ওই এই তরুণ উদ্যোক্তা বিভিন্ন প্রান্ত থেকে ষাঁড় গরু সংগ্রহ করে কোরবানির ঈদের জন্য প্রস্তুত করে। এমআর এগ্রো ফার্ম নামে এই গরুর খামারে শুধু ষাঁড় গরু পালন করেছে । এই খামারে এবারের ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় অর্ধশত বিভিন্ন জাতের ষাঁড় গরু। আশানুরূপ দাম পেলে বিক্রি করবেন পাবনার রাজাসহ খামারের অন্যান্য গরু।

শিক্ষা জীবন শেষ করে চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে গরুর খামার গড়ে তোলেন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাগচীপাড়া গ্রামের রাজু। ২০১০ সাল থেকে গাভী গরু ও ছাগল দিয়ে খামারের যাত্রা শুরু করলেও ২০১৫ সাল থেকে বাণিজ্যিকভাবে ষাঁড় গরু লালন-পালন শুরু করেন। অর্থনৈতিকভাবে রাজু এখন স্বাবলম্বী।

পরিবারের সহযোগিতা নিয়ে গরুর খামারের যাত্রা শুরু করেন রাজু। প্রথম দিকে বাণিজ্যিকভাবে পরিকল্পনা না থাকলেও ২০১৫ সাল থেকে বাণিজ্যিকভাবে ষাঁড় গরুর খামার গড়ে তোলেন। ভালো খাবার আর ভালো জাতের গরু খামারে এনে লালন-পালন করে ঈদের সময় বিক্রি করে থাকেন।

রাজুর এই গরুর খামার দেখে অনেকেই তাকে অনুসরণ করছে। গত বছরে সে কোরবানির ঈদের সময়ে ষাঁড় গরু বিক্রি করছেন প্রায় ৮ কোটি টাকার। এবার ঈদের জন্য প্রায় অর্ধশত গরু প্রস্তুত করেছেন। ইতোমধ্যে বেশ কিছু গরু বিক্রি করেছেন। বর্তমানে প্রায় ৫০টি গরু রয়েছে তার খামারে।

খামারের বিশাল আকৃতির হলিস্টিন ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় গরু জেলায় বেশ চমক সৃষ্টি করেছে। দৈর্ঘ্যে ১০ ফুট ৬ ইঞ্চি এবং উচ্চতায় ৬ ফিট বিশাল আকৃতির এই গরুটি স্কেলের ওজনে প্রায় সারে ১ হাজার ২৫০ কেজি।

খামারি রাজু’র দাবি, এবারের ঈদে এটাই জেলা এবং দেশের মধ্যে অন্যতম বড় আকৃতির ষাঁড় গরু হবে। গরুটির গায়ের রং সাদা ও চোখের কিছু অংশ কালো। তরুণ উদ্যোক্তা রাজুর যত্ন ও ভালোবাসায় গরুটির নাম রেখেছেন পাবনার রাজা। ৫১ লাখ টাকা দাম হাঁকিয়েছেন তরুণ এই উদ্যোক্তা।

মন্তব্যসমূহ (০)


Lost Password