বৃহস্পতি ও শনিকে দেখা যাবে খালি চোখেই

বৃহস্পতি ও শনিকে দেখা যাবে খালি চোখেই

সৌরমন্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতি এখন পৃথিবীর আকাশে হয়ে উঠেছে উজ্জ্বলতম। কারণ এটি চলে এসেছে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি। শুধু বৃহস্পতি নয় এসেছে শনিও। তাই আকাশে খালি চোখেই দেখা মিলবে বৃহস্পতি ও শনি গ্রহের এমনটাই জানিয়েছে নাসা।

আগামী এক সপ্তাহ সন্ধ্যার পর থেকেই আকাশে দেখা যাবে উজ্জ্বলতম বৃহস্পতিকে৷ আকাশ মেঘাচ্ছন্ন না থাকলে এবং পরিষ্কার থাকলে দেখা মিলবে এই বৃহত্তম গ্রহের খালি চোখেই। এমনকি কোনো টেলিস্কোপ ও লাগবেনা বৃহস্পতি এবং শনিকে দেখার জন্য এমনটাই জানিয়েছে নাসা। আকাশে যত তারা আছে তার মধ্যে বৃহস্পতিই হয়ে উঠেছে এখন আকারে বৃহত্তম এবং উজ্জ্বলতম। নাসা জানিয়েছে, ২২ আগস্ট থেকে রাতের আকাশে চাঁদের বামদিকে একটু উপরে দেখা যাচ্ছে উজ্জ্বলতম এবং বৃহত্তম বৃহস্পতিকে। শনিকে দেখা যাবে বৃহস্পতির উপরে হালকা ডানদিকে। 

জ্যোতিপদার্থবিজ্ঞানের ভাষায়, ১৯ আগস্ট থেকে সূর্যকে প্রদক্ষিণের পথে সৌরজগতের বৃহত্তম গ্রহটি এখন রয়েছে 'অপোজিশন' এ। অর্থাৎ পৃথিবীর যেদিকে সূর্য রয়েছে, বর্তমানে বৃহস্পতি রয়েছে ঠিক তার উল্টোদিকে। আগস্টে আরও একটি গ্রহ শনি চলে এসেছে অপোজিশনে৷ যার কারণে এই মাসে পৃথিবীর আকাশে এ দুটি গ্রহ হয়ে উঠেছে উজ্জ্বলতম।

মন্তব্যসমূহ (০)


Lost Password