পরপুরুষের সামনে নামাজ পড়া কি বৈধ

পরপুরুষের সামনে নামাজ পড়া কি বৈধ

অফিসে কিংবা অন্য কোনো স্থানে পরপুরুষের সামনে মহিলাদের নামাজ পড়া কি জায়েজ আছে? উল্লেখ্য, যে ১ মিনিটের দূরত্বে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। তা সত্ত্বেও কি কোনো নারী অফিসের অন্য পুরুষ কর্মীদের সামনেই নামাজ আদায় করতে পারবে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।
উত্তর : মহিলারা নামাজ অবস্থায় হোক বা নামাজের বাইরে, সর্বাবস্থায়ই পরপুরুষের সামনে নিজেকে প্রকাশ করা নাজায়েজ। একান্ত প্রয়োজনে পূর্ণাঙ্গ শরীর ঢেকে পরপুরুষের সামনে যাওয়ার অবকাশ আছে। তাই নারীরা নিজ প্রয়োজনীয় কর্মস্থলে চেহারা, হাত-পাসহ পূর্ণাঙ্গ শরীর ঢেকে পরপুরুষের সামনে নামাজ পড়া বৈধ হলেও পুরুষের আড়ালে গিয়ে পড়াই উত্তম। আর চেহারা খোলা অবস্থায় নামাজ পড়লে নামাজ শুদ্ধ হয়ে গেলেও পরপুরুষের সামনে চেহারা প্রকাশ করার দরুন গুনাহগার হবে। (আহকামুল কোরআন, মুফতি শফি রহ. : ৩/৪১৬, আদ্দুররুল মুখতার : ১/৪০৬)

মন্তব্যসমূহ (০)


Lost Password