মহানবীর (সা.) অবমাননা, এবার ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের

মহানবীর (সা.) অবমাননা, এবার ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের

ইসলাম ও হযরত মুহাম্মদকে (সা.) অবমাননার ঘটনায় পাকিস্তানে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেছে ইমরান খান সরকার। ইসলামকে কটাক্ষ করে অবিবেচকের মতো মন্তব্য করে সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় সোমবার দেশটির রাষ্ট্রদূতকে তলব করে পাকিস্তান। খবর রয়টার্স এর।

এর আগে ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে ‘ইসলামকে আক্রমণ’ করার অভিযোগ আনেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর একদিন পরই পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়ে পাকিস্তানে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে।

এদিকে, ইসলাম ও হজরত মুহাম্মদকে (সা.) অবমাননার ইস্যুতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশটির নাগরিকদের ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন। অনেক আরব দেশেই ফরাসি জিনিস, বিশেষ করে মেক আপ সামগ্রী ও সুগন্ধী আর বিক্রি করা হচ্ছে না। শপিং মল বা দোকানের তাক খালি করে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে ডয়েচে ভেলের এক প্রতিবেদনে।

মন্তব্যসমূহ (০)


Lost Password