করোনায় গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে ১৯ এবং চট্টগ্রামে ১৮ জনের মৃত্যু

করোনায় গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে ১৯ এবং চট্টগ্রামে ১৮ জনের মৃত্যু

দিন দিন ভয়াবহ রুপ নিচ্ছে করোনাভাইরাস। প্রতিদিন মৃত্যূ ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল রেকর্ড সংখ্যাক আক্রান্ত ও মৃত্যূ হয়েছে করোনাতে। আজও সকাল থেকেও আসছে মৃত্যূর খবর। ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৩৩২ জনের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

ডা. মো. মহিউদ্দিন খান জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪৩৮ জন। আর আইসিইউতে ভর্তি আছেন ১৯ জন। এদিকে গতকাল সোমবার দিবাগত রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় র‌্যাপিড অ্যান্টিজেন ও আরটিপিসিআর টেস্টে এক হাজার ৩০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট পজিটিভ হয়েছেন ৩৩২ জন। এদের মধ্যে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৯৫ জন ও আরটিপিসিআর টেস্টে ১৩৭ জন রয়েছেন। শনাক্তের হার ২৫ দশমিক ৫৩ শতাংশ।

অপরদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে সর্বোচ্চ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত ও মৃত্যু রেকর্ড হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮ জন মারা গেছেন। যা এক দিনে সর্বোচ্চ। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩১০ জনের।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিন অর্থাৎ সোমবার ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৩ হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১ হাজার ৩১০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৮৩৩ জন এবং ৪৭৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সংক্রমণের হার ৩৮.৬৫ শতাংশ। ওই প্রতিবেদনে জানানো হয়, চট্টগ্রামে করোনায় মোট ৯১৫ জন মারা গেছেন। এখন পর্যন্ত ৭৭ হাজার ৫২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password