দেশের ইতিহাসে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ২৫৮ জন

দেশের ইতিহাসে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ২৫৮ জন

লাফিয়ে বাড়ছে সংক্রমণ। শনাক্ত ও মৃত্যুতে অতীতের রেকর্ড ভেঙে হচ্ছে নতুন রেকর্ড। শনাক্ত ও মৃত্যু বেড়ে চলছে সমানতালে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৮ জনের মৃত্যু হয়েছে।যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ১৯ হাজার ৭৭৯ জন। মঙ্গলবার(২৭জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ হাজার ৯২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা দেশের ইতিহাসে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জন। এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করা হলেও তা পুরোপুরি মানা হচ্ছে না। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে দেশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password