একদিনে করোনায় আরও ৮ হাজার মানুষের মৃত্যু দেখলো বিশ্ব।

একদিনে করোনায় আরও ৮ হাজার মানুষের মৃত্যু দেখলো বিশ্ব।

গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে করোনাভাইরাসে মারা গেছেন প্রায় ৮,০০০ জন। আর এই মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৩৯ লাখ ৭৯ হাজার মানুষ এবং আক্রান্ত হয়েছেন প্রায় ১৮ কোটি ৩৮ লাখেরও বেশি।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ২৮০ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৭৫৮ জন। আর এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৭৯ হাজার ৮৭২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ১৩৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৬৪৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯ ভাইরাস। বার বার ভ্যারিয়েন্টের পরিবর্তন করে ক্রমেই ভয়ংকর রূপ ধারন করছে এই ভাইরাস। এমনকি টিকা পাওয়া গেলেও জনমনে শংকা কাটেনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password