কুড়িগ্রামের সীমান্তে রাস্তার কাজে বিএসএফের বাধা

কুড়িগ্রামের সীমান্তে রাস্তার কাজে বিএসএফের বাধা
MostPlay

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)এর বাধার মুখে ১৫দিন ধরে রাস্তা পাকাকরণের কাজ বন্ধ। এ দিকে রাস্তার পাকা করণের কাজ বন্ধ হওয়ায় যান চলাচলসহ পথচারী-স্থানীয়দের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। তাই তারা দ্রুত রাস্তাটির পাকাকরণের কাজ শুরু করার দাবি জানিয়েছেন।

সোমবার (৫ জুলাই) দুপুরে সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফুলবাড়ী উপজেলা সদর থেকে মাত্র দুই কিলোমিটার দুরে শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৭ এর সাব পিলার ৮ এর নিকট মসজিদ মোড় (জুম্মারপাড়) বাজারের আছিরুলের দোকান থেকে একই সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৮ এর নিকট আনোয়ারের বাড়ি পর্যন্ত ফুলবাড়ী টু নাগেশ্বরী প্রাচীন সড়কটি প্রায় পৌনে এক কিলোমিটার রাস্তা পাকাকরণ ও ওয়ালের কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় ৩৮ বিএসএফ ব্যাটালিয়নের কুর্শাহাট ক্যাম্পের সদস্যরা। ফলে পাকাকরণের কাজ গত ১৫ দিন থেকে বন্ধ রয়েছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের উপ-সহকারী প্রকৌশলী রাসেল মিয়া ভারতীয় বিএসএফ কর্তৃক সড়ক নির্মাণে বাধা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, যেহেতু বিএসএফ বাধার দিয়েছে তাই আমরা আপাতত গত ১৫ দিন থেকে রাস্তার পাকাকরণের কাজ বন্ধ রেখেছি। তবে সড়কের অন্য অংশে পাকাকরণের কাজ চলমান রয়েছে।

এ প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম জানান, সড়কটির কিছু অংশ সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১৫০ গজের মধ্যে পড়ায় ভারতীয় বিএসএফ লিখি ভাবে রাস্তা পাকাকরণের কাজে বাধা প্রদান করেছে। আপাতত সড়কের পাকা করণের কাজ বন্ধ আছে। তবে বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আশা করি বিষয়টি সমাধান হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password