যশোরে করোনায় কেড়ে নিলো ৭ প্রাণ, ১২১ জন নতুন শনাক্ত

যশোরে করোনায় কেড়ে নিলো ৭ প্রাণ, ১২১ জন নতুন শনাক্ত

আজকে যশোরে করোনায় কেড়ে নিলো ৭ প্রাণ এবং ১২১ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত। বুধবার ২৩ জুন, গত ২৪ ঘণ্টায় ৩৪৩টি নমুনা পরীক্ষা করে ১২১ জনের দেহে করোনা শনাক্ত হবার খবর পাওয়া গেছে। এর হিসাবে আক্রান্তের হার ৩৫ শতাংশ হয়েছে। এবং একইসময়ে যশোর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে ২ জন ও করোনা উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

আজ বুধবার (২৩ জুন২০২১) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান। তিনি আরও জানান,২৫০ জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি রয়েছেন ৮৮জন করোনা রুগী এবং আইসোলেশন ওয়ার্ডে রয়েছে ৫৩ জন করোনা রোগী। এদিকে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়াতে চলমান বিধিনিষেধ লকডাউন বাড়ানো হয়েছে আরও ৭দিন।

এবং সংক্রমণ বেড়ে যাওয়াতে বিধিনিষেধ এলাকাভিত্তিক থেকে জেলাজুড়ে সম্প্রসারণ করা হয়েছে ইতিমধ্যে। যা কার্যকর করতে এবার আরও কঠোর হবে প্রশাসন বলে জানানো হয়েছে। ওষুধ এবং জরুরি সেবা ও দোকান ছাড়া নিত্যপণ্যের দোকান খোলা থাকবে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়া পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এইদিকে জেলা প্রশাষক সকল যশোর বাসিকে অনুরোধ জানিয়েছে বিনা প্রয়জনে যেন কেউ ঘোরের বাইরে না যায়।

মন্তব্যসমূহ (০)


Lost Password