যশোরে ২৪ ঘন্টায় করোনায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৫

যশোরে ২৪ ঘন্টায় করোনায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৫

যশোরে ২৪ ঘণ্টায় আবারও ১৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক আরএমও ডঃ মোঃ আরিফ আহম্মেদ এবং সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড.মোঃ রেহেনেওয়াজ জানানা, যশোরে গত ২৪ ঘণ্টায় ৭২২ জনের নমুনা পরীক্ষা করে ১৫৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

যশোরে করোনা শনাক্তের হার প্রায় ২১.২৪ শতাংশ। এবং জেলাতে নতুন করে ৩ জনের মৃত্যু ঘটেছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩ জনের করোনায় মৃত্যু হয়েছে। এদিকে,বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৯৬ জন করোনা রোগী।

এপর্যন্ত যশোরে করোনা শনাক্ত হয়েছে মোট হয়েছে ১৮৯৭৮ জন, সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৪৩৫২ জন রোগী, করোনা পজেটিভ হয়ে রোগী মারা গেছে ৩৫৪ জন করোনা রোগী। যশোর ২৫০ জেনারেল হাসপাতালে মারাগেছেন ৩ জন করোনা আক্রান্ত রোগী।

যশোর সদর উপজেলাতে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৯২ জন এবং কেশবপুরে ১ জন, এইদিকে, ঝিকরগাছায় ১৪ জন করোনা রোগী, অভয়নগরে ২৬ জন রোগী, মনিরামপুরে ৫ জন রোগী, বাঘারপাড়ায় ৭ জন করোনা রোগী, শার্শায় ১০ জন, চৌগাছা উপজেলাতে ৭ জনের দেহে নতুন করে আবারও করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password