যশোরে করোনায় প্রাণ গেলো আরও ১১ জনের

যশোরে করোনায় প্রাণ গেলো আরও ১১ জনের

যশোরে করোনায় প্রাণ গেলো আরও ১১ জনের যশোরে গত ২৪ ঘণ্টাতে প্রাণঘাতি করোনায় আক্রান্ত ও করোনার উপসর্গে নিয়ে মারা গেছে ১১ জন রোগী। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০ জন ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ১ জন। এ সময়ে জেলায় করোনা পজিটিভি হয়েছেন আরও ১১৫ জন ব্যাক্তি।

আজ শনিবার (৭ আগস্ট ২০২১) যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টাতে যশোর জেলার ৪০৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে যবিপ্রবির জিনোম করোনা সেন্টারে ৪০০ জনের নমুনা পরীক্ষায় এই ১১৫ জন শনাক্ত করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।

এছাড়া খুলনা মেডিকেল কলেজে ৩ জনের নমুনা পরীক্ষা করে কোনো করোনা পজিটিভ রোগী পাওয়া যায়নি বলে জানা গেছে। এদিকে জিন অ্যাক্সপার্টের মাধ্যমে ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি বলে জানানো হয়েছে। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা.মোঃ আরিফ আহমেদ জানিয়েছেন, যশোর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৯ জন এবং করোনার উপসর্গে নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়।

বর্তমানে হসপিটালে রোগী ভর্তি রয়েছেন ১১০ জন। এর মধ্যে রেড জোনে ৯০ এবং ইয়েলো জোনে ২০ করোনা রোগী রয়েছেন। যশোরে মোট করোনায় মৃতের সংখ্যা ৩৮৫ জন। এবং মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৯ হাজার পাঁচশত ৪৪ জন।

মন্তব্যসমূহ (০)


Lost Password