বিশ্বনাথে ফের শুরু করোনার টিকাদান

বিশ্বনাথে ফের শুরু করোনার টিকাদান

সিলেটের বিশ্বনাথ উপজেলায় টিকা সংকটে দীর্ঘদিন বিরতির পর   ফের শুরু হচ্ছে করোনার টিকাদান কার্যক্রম। আজ মঙ্গলবার (১৩ জুন) থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগ্রহীদের টিকা দেয়া হবে। ইতিমধ্যে সিলেট জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে উপজেলা হাসপাতালে পৌছেছে ১ হাজার ২শ ডোজ চীনের তৈরী সিনোফার্মের টিকা। এতে প্রথম ডোজ টিকা নিতে পারবেন ২ হাজার ৪শ জন।

নতুন করে শুরু হয়েছে নিবন্ধনও।  

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্র জানায়, প্রথম দিকে করোনার টিকাদানের শুরুর পর এ উপজেলায় ৩ হাজার ৫শ জন নারী-পুরুষকে টিকা দেয়া হয়। এক পর্যায়ে টিকা গ্রহণে আগ্রহ হারায় মানুষ। এপ্রিলে বন্ধ হয় টিকাদান কার্যক্রম। নষ্ট হবার আশঙ্কায় ফেরত পাঠানো ১০ হাজার ডোজ টিকা। জুনের শেষ দিকে বন্ধ হয়ে যাও টিকার দ্বিতীয় ডোজ দেয়া।

এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা সাংবাদিকদের বলেন, সিনোফার্মের ১ হাজার ২শ ডোজ নিয়ে আজ থেকে ফের আমরা টিকাদান কর্মসূচি চালু করছি। কেবল নিবন্ধনধারীদেরই প্রথম ডোজ টিকা দেয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password